সময়টা ভালো যাচ্ছেনা অক্ষয় কুমারের তার অভিনীত একের পর এক সিনেমা ফ্লপ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বলিউডের সবচেয়ে বড় ফ্লপ সিনেমার মধ্যে রয়েছে অক্ষয় কুমার ও অভিনীত সম্রাট পৃথ্বীরাজ সিনেমাটি। এই সবের মধ্যেই কিছুদিন আগে অক্ষয় কুমার সমাজ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে ঘোষণা করলেন ‘ও মাই গড’ এর সিক্যুয়েল ‘ও মাই গড ২’ এর।
২০১২ সালে ‘ও মাই গড’ রিলিজ হয়। যা সেই সময়ে দর্শকদের মন জয় করেনিয়েছিল। এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। এগারো বছর পর ‘ও মাই গড’ সিনেমার নির্মাতারা এর সিক্যুয়েল ‘ও মাই গড ২’ রিলিজ করার ঘোষণা করলেন। জানা যাচ্ছে ‘ও মাই গড ২’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন টাইগার শ্রফ এবং অন্যান্য চরিত্রে থাকবেন ইয়ামী গৌতম ও পঙ্কজ ত্রিপাঠী। অক্ষয় কুমারের পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই OMG2-এর জন্য।’ এছাড়াও এই সিনেমাতে মহাদেব শিবের যে বিশেষ নজর দেওয়া হয়েছে টা পোস্টারটিতেই স্পষ্ট।
সূত্রের খবর যৌনশিক্ষা নিয়েই তৈরী হবে এই সিনেমা। সিনেমার নির্মাতারা জানিয়েছেন ২০২৪ সালে এপ্রিল বা মে মাস নাগাদ পেক্ষাগৃহে রিলিজ করবে ‘ও মাই গড ২ বা ও এমজি২’ একের পর এক ফ্লপ সিনেমার পর অক্ষয় কুমারের অভিনীত ‘ও মাই গড ২’ দর্শকদের মনে কেমন সাড়া ফেলে সেটাই দেখার।