ভারতীয় পুরুষ ক্রিকেট দলের জন্য শেষ কয়েকটা বছর ভালো যাচ্ছে না। বিভিন্ন সিরিজে ভালো খেলার সত্বেও আইসিসি এর মত বড় টুর্নামেন্ট গুলিতে কিছুতেই ভালো পারফরম্যান্স করতে পারছেনা ভারতীয় দল। কখনো এই খারাপ পারফরম্যান্স এর জন্য দায়ী করা হচ্ছে টিম সিলেক্টর দের কখনো বা কোচিং স্টাফ দের। কিন্তু এই সমস্ত কিছুকেই ভুলে গিয়ে আবারও ভারতীয় পুরুষ ক্রিকেট দলের পাশে দাঁড়ানোর বার্তা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় মহিলা দলের বোলার তথা সদ্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিশ্বক্রিকেট কমিটির সদস্যপদ পাওয়া ঝুলন গোস্বামী।
বর্তমানে আইসিসি বিশ্বকাপের ট্রফি টুর চলছে। এই ট্রফি টুর শুরু করা হয়েছিল মহাশূন্য থেকে। এই ট্রফি নিয়ে যাওয়া হবে কুয়েত, বাহরিন, মালয়েশিয়া, আমেরিকা, নাইজিরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইটালির মতো দেশ গুলিতে। বর্তমানে এই ট্রফি কে কলকাতায় আনা হয়েছে বেকবাগানের মডার্ন হাই স্কুলে নিয়ে যাওয়া হয় আইসিসি এর ট্রফি টি সেখানেই আমন্ত্রণ জানানো হয় ঝুলন গোস্বামী কে। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ” একজন ক্রিকেটারের নির্দিষ্ট কিছু স্বপ্ন নিয়ে ক্রিকেটার হয়। এক জন অ্যাথলিটের স্বপ্ন যেমন থাকে অলিম্পিক্স পদক পাওয়ার। তেমনই ক্রিকেটাররা স্বপ্ন দেখে বিশ্বকাপ জেতার। দু’টি প্রতিযোগিতাই হয় চার বছর পর।” ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জেতার স্মৃতি আঁকড়ে ধরে আছে ঝুলনকে। তিনি বলছিলেন, ”মনে আছে, ২০১১ সালে ধোনি ছয় মারার পরে আমাদের মধ্যে কতটা উত্তেজনা তৈরি হয়েছিল? সকলেই উত্সবে মেতে উঠেছিল। ২৮ বছর পরে বিশ্বকাপ জিতেছিলাম আমরা।” যোগ করেন, ”আমি নিশ্চিত, ১৯ নভেম্বর আমদাবাদে আবারও রোহিত-বাহিনী এই ট্রফি তুলবে।”
ঝুলন গোস্বামী পুরোপুরি ভাবে আত্মবিশ্বাসী যে ২০১১ সালের পর ২০২৩ সালে ভারত আবারও আইসিসি এর ৫০ ওভারের বিশ্বকাপ জিতবে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে শেষবার ভারত আইসিসির কোনো টুর্নামেন্ট জিতেছিল।