আর্থিক যুগে যখন বারংবার শিক্ষকদের উপহাস্যের বিষয়বস্তু হতে দেখা যায় চায়ের ঠেকে, তখন বিহারের এক শিক্ষিকা মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়। নাহ! কটাক্ষের কটুদৃষ্টিতে বিদ্ধ নন, বরং নিজের অদ্ভুত শিক্ষা পদ্ধতির জন্যে কুড়োচ্ছেন অফুরন্ত প্রশংসা।
বিহারের বাঁকা জেলার একটি সরকারি স্কুলের শিক্ষিকা খুশবু কুমারী। নব্বইয়ের জনপ্রিয় গান ‘বিল্লি বোলে মেঁয়াউ’-এর তালে তালে হাত পা নেড়ে পড়া বোঝানোর তাঁর ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোড়ন ফেলে দেয়। সেই ভিডিওতে দেখা যায়, ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা গোল হয়ে শিক্ষিকাকে ঘিরে রেখেছে এবং তাঁরই ইশারায় নিজেরাও নাচছে, গাইছে, হাততালি দিচ্ছে – সর্বোপরি “আনন্দ করে কিছু শিখছে”!
আসলে, ২০১১ সালের জাতীয় সমীক্ষা অনুযায়ী , নিরক্ষরতার বিচারে তৃতীয় স্থানে রয়েছে বিহার। সুস্পষ্ট শিক্ষা ব্যবস্থার বিচারে বিহারের থেকে এগিয়ে রয়েছে কেরালা, মধ্য প্রদেশ, পঞ্জাব, মহারাষ্ট্রের সাথে পশ্চিমবঙ্গও। একদিকে দেশের বিভিন্ন প্রান্তে যখন সরকারি স্কুলগুলিকে শিক্ষকদের ব্যক্তিগত মুদিখানার দোকানে পরিবর্তন করার ভিডিও প্রকাশ্যে আসছে, সেই স্মার্টফোন দিয়েই আবার ভাইরাল হচ্ছে নতুন আইএএস গড়ার কারিগরি। দিনের শেষে কাঁপা কাঁপা ঠোঁটে বলতে শোনা যায়,’মাই নেম ইজ ……’