২৯ শে নভেম্বর, শুক্রবার অন্যতম ঐতিহাসিক বিল পাস করে অনূর্ধ্ব ১৬ কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া ।ফেসবুক , ইনস্টাগ্রাম ,এক্স এর মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলি ১৬ বছরের কম বয়সী দের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেই এই নিষেধাজ্ঞা জারি বলে দাবি অস্ট্রেলিয়া সরকারের।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের লেবার সরকার বিলটি বুধবার সে দেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাস করে। পরে বৃহস্পতিবার বিলটি প্রায় ১০২ সমর্থনকারী এবং ১৩ জন বিপক্ষ কারী নিয়ে সেনেটে পাস হয়। মেটা এবং গুগল -এর মত জনপ্রিয় সোশ্যাল সাইটগুলি এই বিল পেশে বিলম্বের প্রস্তাব রাখলেও অবশেষে শুক্রবার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের এই অন্যতম কড়া বিলটি আইনে পরিণত হয়।
সাম্প্রতিক অতীতে বহু কিশোর-কিশোরীদের অভিভাবকরাই জানিয়েছিলেন, সাইবার বুলিংয়ের শিকার হয়ে কমবয়সীরা নিজেদের ক্ষতি বেছে নিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় থাকাটাও কম বয়সীদের জন্য বিপদজনক হয়ে উঠছে। তার সাথে সাথে কম বয়সীদের ঘুমের ব্যাঘাত, মনোযোগ সমস্যা, প্রতিবন্ধী সামাজিক দক্ষতা, অধ্যয়ন ক্ষমতা হ্রাস, আগ্রাসন ইত্যাদির মতো নানান মানসিক এবং শারীরিক নেতিবাচক প্রভাব ক্রমশ বেড়ে চলেছে বলে দাবি অভিভাবকদের।
এই আইনে অস্ট্রেলিয়া সরকারের পরিকল্পনা রয়েছে দৃঢ়। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করার কথা ভেবেছে অস্ট্রেলিয়া সরকার। সোশ্যাল মিডিয়ায় লগ ইন করতে হলে বায়োমেট্রিক পদ্ধতি বা সরকারি আইডি পেশ করতে হবে বলে জানিয়েছে সেদেশের সরকার। এমনকি সোশ্যাল মিডিয়া সাইট গুলিকেও এগুলি যাচাই করে নিতে হবে তা না হলে জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে।