ইতিহাস যতই কালো হোক, তার গুরুত্ব রয়েছে। অন্ধকারাচ্ছন্ন অতীত হলেও সেই অতীত এত সহজে মুছে ফেলা যাবে না, তাই ব্ল্যাক হিস্ট্রি মান্থ পালন হল আমেরিকায়। গত কয়েক বছরের মতো এই বছরও আমেরিকায় এই ফেব্রুয়ারি মাসটিকে বিশেষ স্মরণীয় করে তোলা হয়েছিল। হ্যারিসের কথায়, আমেরিকার অতীতকে মুছে আসা, দেশের জন্য বিশেষ ভালো ভবিষ্যৎ গড়ব না।
ব্ল্যাক মান্থের এই অনুষ্ঠানে এদিন হোয়াইট হাউজেন ইস্ট রুমে প্রায় ৪০০ লোক জড়ো হয়েছিল, এর মধ্যে প্রশাসনের উচ্ছাধিকারিরাও ছিলেন, এবং বেশ কিছু আইন সভায় কৃষাঙ্গ সদস্যরাও ছিলেন। আমেরিকায় বিভিন্ন স্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মাসটিকে বিশেষ স্মরণীয় করে তোলা হয়েছিল। আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষের ইতিহাস, তাঁদের উপরে হওয়া নির্মম অত্যাচার ও শোষণ এবং প্রচণ্ড প্রতিকূলতার বিরুদ্ধে তাঁদের সংগ্রামের ইতিহাসকে সম্মান জানিয়ে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার কৃষ্ণাঙ্গদের কৃতিত্ব ও অবদানকে মনে রেখে গত তিপ্পান্ন বছর ধরে প্রতি বছর ফেব্রুয়ারি জুড়ে পালন করা হয় ‘ব্ল্যাক হিস্ট্রি মান্থ।’
অর্থাৎ, অনুষ্ঠানের একটি বড় অংশ জুড়ে আছে স্কুল। এই অনুষ্ঠানে বাইডেন প্রশাসন কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য কী করেছে, তা বলেন প্রেসিডেন্ট।