স্বাভাবিকভাবে ২০২২ সালের নভেম্বরেরর মধ্যেই CBSE-বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার কথা ভাবা হয়েছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দিন ঘোষণা করলো সিবিএসসি বোর্ড। দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা ISC শুরু হচ্ছে। অন্যদিকে, দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা ICSE আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে সংশ্লিষ্ট বোর্ড সূত্রে খবর। CBSC বোর্ড শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়ার পরামর্শ দিয়েছে । প্রসঙ্গত কয়েকদিন আগেই এপ্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করে CBSE অনুমোদিত স্কুলগুলিকে পরীক্ষার বিষয়ে সচেতন থাকার পরামর্শও দিয়েছিল।এখনও প্রায় ৩ মাস রয়েছে পরীক্ষা শুরু হতে তাই ফেব্রুয়ারি মাস এর আগে থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদেরই বেশি নম্বর পাওয়ার ভিত্তিতে বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করার পরামর্শ দিয়েছে বোর্ড।
তবে করোনা আবহে গত বছর যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল এবছর আর সেই নিয়ম থাকছে না। সেক্ষেত্রে এবছর CBSE বোর্ডের পরীক্ষা করোনা আবহের আগের নিয়ম কি বেছে নিয়েছেন। সংশ্লিষ্ট পরীক্ষায় মোট ৮০ নম্বরের মধ্যে ২০ শতাংশ নম্বর বরাদ্দ থাকছে ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের জন্যই৷কিন্তু এখনও পরিষ্কারভাবে পরীক্ষার সঠিক দিনগুলির জানা যায়নি ।সেক্ষেত্রে পরীক্ষার্থীরা খুব তাড়াতাড়ি CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in কিংবা cbse.gov.in-তে পরীক্ষার দিন জানতে পারবে।