অবশেষে স্বস্তির খবর পেল শহরবাসী। এক ধাক্কায় ১৩৫ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। যার ফলে হোটেল ব্যবসায়ী এবং এলপিজি চালিত গাড়ির মালিকরা স্বস্তির নিঃশ্বাস ফেললো, এবং পরোক্ষ প্রভাব পড়ল পণ্যের বাজারেও।
শুধু কলকাতায় নয়, দামের পরিবর্তন এসেছে দেশের অন্যান্য শহরেও। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২৩৫৪ টাকা, মুম্বাইতে দাম কমে হয়েছে ২৩০৬টাকা, তবে এখনো পর্যন্ত বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের সবচেয়ে বেশি দামে (২৫০৭) বিক্রি করছে চেন্নাই।
সূত্রের খবর, গত ১মার্চ ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০০ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ২২শে মার্চ ৯টাকা কমানো হয় ওই বাণিজ্যিক গ্যাসের দাম। কিন্তু ১মে ফের এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছিল গ্যাসের দাম। যার কারণে তিন মাসে দাম বেড়ে ৪৫০ টাকা হয়েছিল, আর ঠিক সেখান থেকেই দাম কমানো হল অনেকটাই।