এবার সুদূর কানাডার পার্লামেন্ট – এ পালিত হবে ‘আন্তর্জাতিক গীতা মহোৎসব’। ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে উদ্যোগ নিয়ে সেপ্টেম্বরের ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত পালন করা হয়েছে এই উৎসব।
কিন্তু প্রশ্ন হঠাৎ কেন এই গীতাপাঠ? কানাডার যুব সম্প্রদায়ের অধিকাংশই অবসাদগ্রস্ত , সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। তাই কানাডার যুবক-যুবতীদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে কৃষ্ণবচন শোনাবার ব্যবস্থা করেছে ভারত সেবাশ্রম ।এছাড়াও কানাডার পার্লামেন্টের সদস্যরা মনে করছেন গীতা -গ্রন্থ পাঠ করে হয়ত মিটবে এই সমস্যা , আর তাই কানাডায় পালিত হল ‘আন্তর্জাতিক গীতা মহোৎসব’। গতবছর জাস্টিন ট্রুডোর সরকার একটি সমীক্ষা চালায় যাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, কানাডাবাসীর ২১ শতাংশ অবসাদের শিকার। সেখানে প্রতি পাঁচ জনের একজন অবসাদগ্রস্ত।তাই এর থেকে উদ্ধার হতে উৎসবে গীতা পাঠের উপযোগিতা নিয়ে ভাষণ দেন কানাডার পার্লামেন্টের সদস্য চন্দ্র আর্য।
রাজধানী অটোয়া থেকে শুরু করে টরেন্টোর মতো শহরগুলিতে বর্ণাঢ্য শোভযাত্রা সহ সেমিনারের আয়োজন করা হয়। এরপর আগামী নভেম্বরকে ‘হিন্দু হেরিটেজ’ মাস হিসেবে পালন করা হবে বলে জানানো হয়েছে।