কাতার বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে নিজের প্রথম ম্যাচেই চমৎকার পারফরমেন্স দিয়ে দর্শক দের মণ জয় করে ২১ বছরের গনসালো র্যামোস, এই ম্যাচে সুইজারল্যান্ডকে ৬ – ১ গোলে হারায় পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরিবর্তে মাঠে নামানো হয়েছিল র্যামোসকে। ৩টি গোল করে কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলো এই যুব পর্তুগিজ খেলোয়াড়।
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই পেলের একটি ঐতিহাসিক রেকর্ডও ভেঙে দিয়েছে পর্তুগালের যুব স্ট্রাইকার। ২১ বছরের গনসালো র্যামোস হয়গেল বিশ্বকাপের ইতিহাসের সবথেকে যুব ফুটবলার, যে বিশ্বকাপের নকআউট পর্বে হ্যাটট্রিক করল। এই রেকর্ড এতদিন ছিল পেলের দখলে, তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে এই রেকর্ড করেছিলেন। সেই ম্যাচে হ্যাটট্রিক কোরে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বে হ্যাটট্রিক করার রেকর্ড বানিয়েছিলেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার পেলে।
ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল তার পর ৫১ মিনিটে দ্বিতীয় ও ৬৭ মিনিটে তৃতীয় গোল দিয়ে হ্যাট্রিক সম্পূর্ণ করে র্যামোস। র্যামোসের দুর্দান্ত পারফরমেন্সের কারণে চিন্তায় দপর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস। কোয়াটার ফাইনলে মরক্কোর বিরুদ্ধে র্যামোস সাথে নিয়েই আক্রমণের ঘুটি সাজাবেন নাকি অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফেরাবেন দলের প্রথম এগারোয়। সেটা দেখার জন্য অপেক্ষায় আছে ফুটবল প্রেমীরা।