বড় পর্দায় শীগ্রই দেখা যেতে চলেছে সকলের প্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। অনেকদিন ধরেই সকলে অপেক্ষা করেছিল অভিনেতাকে আবার বড়পর্দায় দেখবার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান। দিওয়ালির আগেই দিওয়ালির উপহার পেয়ে যাচ্ছে দর্শকেরা। ১৪ অক্টোবর মুক্তি পাচ্ছে আয়ুষ্মান অভিনীত ‘ডক্টর -G’।
বরাবরই এই অভিনেতাকে দেখা গিয়েছে নানা রকম চরিত্রে অভিনয় করতে। নিজেকে বারবার ভেঙে আবার করে তৈরি করতে পছন্দ করেন আয়ুষ্মান। এবারেও তার অন্যথা হয়নি। এক গাইনোকোলজিস্ট এর ভূমিকা দেখা যেতে চলেছে নায়ককে।
ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা লিখেছেন –“জীবন আমার পুরো গুগলি, হতে চেয়েছিলাম অর্থপেডিক, হয়ে গেলাম ডক্টর জি । অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রস্তুত হন ।“ এই সিনেমার হাত ধরে রাকুল প্রীত এবং আয়ুষ্মানকে একসঙ্গে দেখা যাবে। এখনো পর্যন্ত বাকি ছবির গল্প কেমন হবে তা নিয়ে মোটেও মুখ খুলতে রাজি নন নির্মাতারা।