২০২২ সালে খাদ্য সাথী ও দুয়ারে রেশন প্রকল্পের জন্য বরাদ্দ বাজেটের থেকে প্রায় ২৯৭৮ কোটি টাকা বৃদ্ধি হওয়ায় নাজেহাল পরিস্থিতিতে রাজ্য সরকার। এই সংকটকালীন পরিস্থিতিতে রেশন কার্ড নিষ্ক্রিয় করার মাধ্যমে বছরে প্রায় তিন হাজার কোটি টাকা সঞ্চয় করার পরিকল্পনা করেছে নবান্ন। সূত্রের খবর, ইতিমধ্যেই ১কোটি ৭০ লক্ষ্য রেশন কার্ড নিষ্ক্রিয় করেছে রাজ্য সরকার যার পরিপেক্ষিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা সঞ্চয় হয়েছে।
আগামী অর্থ বর্ষের বাজেটের দিকে তাকিয়ে কার্যত ব্যায় সংকোচের পথের হাটছে রাজ্য সরকার। প্রশাসনিক কর্মকর্তাদের কথায় জানা গেছে রেশন কার্ড নিষ্ক্রিয় করলেই সেই কার্ড বাতিলের খাতায় যাবে না। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজের অস্তিত্বের দাবি তোলে তাহলেই তার কার্ড পুনরায় সক্রিয় হবে। এই আবেদন অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই করা যাবে।
প্রসঙ্গত,রেশনের বরাদ্দ বেহাত হওয়া থেকে ঠেকাতে ইতিমধ্যেই বায়োমেট্রিক এর মাধ্যমে আঙ্গুলের ছাপ দিয়ে রেশন নেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে। যার মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব হয়েছে। সূত্র মারফত জানা গেছে রেশন কার্ড নিষ্ক্রিয় করে যে অর্থ সঞ্চয় হচ্ছে তার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে খাদ্য সাথী ও দুয়ারে রেশন প্রকল্পের অতিরিক্ত খরচের পরিমাণ। মূলত এই কারণেই রাজ্য সরকার রেশন কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।