কয়েকদিন আগেই বাংলার বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় অসুসস্থতার কারণে শুটিং থেকে অবসর নিয়েছেন এমন কথা শোনা যায়।এর ফলে উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা। কিন্তু এই কথা আদেও যে সত্যি নয় সেই কথা নিজেই জানিয়ে দিলেন পরান বন্দ্যোপাধ্যায়।
পরান বন্দ্যোপাধ্যায় জানান তিনি বর্তমানে যে সিনেমার সঙ্গে যুক্ত সেই সিনেমার শুটিং এখনও শুরু হয়নি। সর্দি কাসি হয়েছে পরান বন্দ্যোপাধ্যায় এর তার জন্যই ডাক্তার তাকে আপাতত রেস্ট নিতে বলেছে। এছাড়া বোলপুর ও বারুইপুরের মত জায়গায় আউটডোর শুটিং রয়েছে এই সমস্ত জায়গাতে এত গরমে যা তার পক্ষে সম্ভব নয় এই কথা তিনি সিনেমার প্রযোজককে জানিয়েছেন।
চলতি বছরে দিলখুশ’, ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। এছাড়াও দেবের সঙ্গে ‘প্রধান’ সিনেমায় অভিনয় করার কথা পয়লা বৈশাখের দিনেই ঘোষণা করেছিলেন পরান বন্দ্যোপাধ্যায়।