৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জিতেনিলো ‘নাটু নাটু’। ভারতে এলো দ্বিতীয় পুরষ্কার। ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানের হাত ধরে এল সেরার সম্মান। এই সাফল্যে উচ্ছ্বসিত সিনেমা ‘আরআরআর’-এর দল।
‘নাটু নাটু’ গানের জন্য অস্কার পুরস্কার ঘোষণা করা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিচালক এস এস রাজামৌলি ও তাঁর স্ত্রী রমা। দৃশ্যগ্রহণ থেকে কোরিয়োগ্রাফি, গানের সুরে ভারতীয় ছাপ এবং বিশ্বমানের সেট। সব মিলিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়েছে দর্শকদের। তেলুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। চন্দ্রবোস এবং এম এম কীরাবাণী কথা ও সুরে এই গানটি জেতার পিছনে বেশ কিছু কারণ রয়েছে।
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। তার পর থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে এই তেলুগু ছবি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বক্স অফিসেও কুড়িয়েছে দর্শকের প্রশংসা। স্বীকৃতি পেয়েছে সমালোচকদের কাছেও। শুধু ছবিই নয়, ছবিকে ছাপিয়ে জনপ্রিয় হয়েছে ‘নাটু নাটু’ গান। রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমস ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও। এটাই প্রথম কোনও অস্কারের মঞ্চ যেখানে একাধিক বিভাগে অস্কার জিতলেন একাধিক ভারতীয়। এই জয় চিরস্মরণীয় হয়ে থাকবে।