হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে জয়ী ভারত। ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি ২০ সিরিজ জিতল ভারত।
২০১৯ এর পর এবার আবার হায়দরাবাদে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের নির্ণায়ক, হাইভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে মোহালিতে ২০৮ স্কোর করেও হার স্বীকার করতে হয়েছে ভারতকে। যদিও নাগপুরে দ্বিতীয় ম্যাচ জিতে সমতা এনেছে ভারত। এবার ভারতের জয় ২-১ সিরিজে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৭ রানে জয়ী হয় মেন ইন ব্লু। রোহিত শর্মা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন যদিও শুরুটা ভালো হয়নি প্রথমেই বিশাল ছয় ক্য়ামেরন গ্রিনের। পাওয়ার প্লে তেই আউট দুই ওপেনার। মাত্র ১৯ বলেই ৫০ রান করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার অষ্টম অর্ধশতরান বিরাটের। অনবদ্য বোলিং করে অক্ষর প্যাটেল ৩৩ রানে ৩ উইকেট। অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৮৬-৭ করে, তবুও শেষ হাসি ভারতের ১ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয়।
এরপর আগামী ২৮ তারিখ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ রয়েছে ভারতের। দেখা যাক সেই সিরিজে ট্রফি জিততে পারে কি না ভারত।