শুভম গার্গ মাদ্রাজের আইআইটি -র স্নাতক শেষ করার পর পিএইচডি করার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে যায়। গত ১ লা সেপ্টেম্বর সিডনির বিখ্যাত নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ শুরু করেন মাত্র ২৮ বছর বয়সী শুভম। এক মাসের মধ্যেই ঘটে একটি মারাত্মক ঘটনা। গত ৬ই অক্টোবর সিডনির রাস্তায় ভয়াবহ হামলা হয় শুভমের উপর ।
শুভমের কথায় জানা যায় , ৬ই অক্টোবর রাতে এটিএম থেকে টাকা তুলে ফিরছিলেন শুভম । তখন একজন যুবক হাতে ছুরি নিয়ে এসে তার কাছ থেকে টাকার দাবি করে । শুভম টাকা দিতে বারণ করায় অভিযুক্ত তার হাতের ছুরি দিয়ে এগারোবার কোপ মেরে বুকে – পেটে আঘাত করে । তার পর শুভম কোনো মতে পাশের একটি বাড়িতে গিয়ে সাহায্য চাওয়ায় তাকে সেই বাড়ির লোকেরা হাসপাতালে ভর্তি করে।
শুভমের চিকিৎসা ও দেখভাল করছে অস্ট্রেলিয়ার ভারতীয় দূতাবাস। শুভমের বাবার সাথে কথা বলায় তিনি জানান – ‘ আমি প্রথমে এইসব কিছুই জানতাম না তার পর অক্টোবরের ৮ তারিক শুভমকে ফোন করে না পাওয়ায় ওর একটি বন্ধুর সাথে যোগাযোগ করায় সবটা জানতে পারি। আমি আমার ছেলের চিকিৎসার জন্য ভারত সরকারের সাহায্য চাইছি।’ অন্যদিকে এই পুরো বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার সরকারের কাছে তদন্তের দাবি জানাচ্ছে ভারত।