অ্যডিনোর উৎপাতের পর, ফের ভারতে একধাক্কায় বাড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতন করে ৩০১৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বেড়ে গিয়েছে মতের সংখ্যাও স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শেষ চার-পাঁচ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা দশের উপরে রয়েছে।
করোনায় আক্রান্ত হয়েহাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। জ্বর, সর্দি-কাশির সমস্যা নিয়ে আসা রোগীরা প্রায় সকলেই সাধারণ ফ্লু-তে আক্রান্ত হয়েছেন বলে দাবি করছেন। কোভিড পরীক্ষার কথা বললে ওই ব্যক্তিরা দ্বিতীয় বার আর চিকিৎসা করাতে আসছেন না। নতুন রিপোর্টের প্রেক্ষিতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩,৫০৯ হয়েছে।
আগামী ১১ ও ১২ এপ্রিল গোটা দেশের মতো এ রাজ্যেও হাসপাতালে করোনার চিকিৎসা পরিকাঠামো সংক্রান্ত ‘মক ড্রিল’ হবে। পাশাপাশি অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও খতিয়ে দেখা হবে।