বিখ্যাত অভিনেতা রণবীর কাপুর ব্রহ্মাস্ত্রর মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। এবার অ্যানিম্যালের প্রি-টিজারেই বাজিমাত করলেন তিনি। তিনি রোমান্টিক হিরোর ইমেজ ছেড়ে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন দর্শকের মাঝে।
কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘অ্যানিম্যাল’-এ ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে অভিনেতাকে। রবিবার সে ছবিরই ছোট্ট ক্লিপ মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়।কুঠার হাতে একাই নিকেশ করেছেন প্রতিপক্ষকে। ব্যাকগ্রাউন্ডে বেজেছে পঞ্জাবি গান। রবিবার দুপুরে Animal Pre Teaser রিলিজ করেছে। তিন ঘণ্টার মধ্যেই যার ইউটিউব ভিউ ১.৭ মিলিয়ন। দু’ লাখ ১৮ হাজার ইউটিউব ইউজার লাইক করেছেন ওই প্রি-টিজার।এই প্রি-টিজার দেখে গায়ে কাঁটা দিল।’ আরও এক নেটিজেনের কথায়, ‘RK নতুন যুগের সূচনা করলেন।
তার পরনে ছিল সাদা শার্ট, আর নিচে দক্ষিণী স্টাইলে সাদা ধুতি। পায়ে স্নিকার্স। এই ছবিতে লম্বা চুল, মুখে দাগ সহ ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুকে দেখা গিয়েছে।তাই স্বাভাবিকভাবেই ‘অ্যানিম্যাল’ নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার মনেই।
তবে রণবীর যাঁদের সঙ্গে লড়াই করছিলেন, তাঁদের সকলের মুখ-ই ছিল মুখোশে ঢাকা। সকলেই একই ধরনের পোশাক পরেছিলেন। সকলেই সাদা শার্টের উপর কালো কোট আর টাই বেঁধেছিলেন।
প্রি-টিজার ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘আকর্ষণীয় কিন্তু বেশ কঠিন!’ কেউ লিখেছেন, ‘অবশেষে যথাযথ অ্যাকশন ফিল্মে রণবীর।’ কেউ লিখেছেন, ‘এটা তো বিধ্বংসী লড়াই, এর জন্য যতাযত BGM (ব্যাকগ্রাউন্ড মিউজিক) দরকার ছিল।’
রণবীর কপুরের পাশাপাশি Animal-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রশ্মিকা মন্দানা। এছাড়াও রয়েছেন ববি দেওল, অনিল কপুর ও তৃপ্তি ডিমরি।
চলতি বছরের ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।