এবার আয়ুষ মেডিসিনকে আরো জনপ্রিয় করতে উদ্যোগী রাজ্য সরকার । অ্যালোপ্যাথির পর আয়ুষ মেডিসিনেও চালু হবে টেলি মেডিসিন পরিষেবা সোমবার টুইট করে একথা জানালেন রাজ্যের মুখমন্ত্রী । ঠিক আগে যেমন করোনা অতিমারি চলার সময় টেলি মেডিসিন পরিষেবার দরুন – সাধারণ মানুষ উপকৃত হয়েছে, এবার ঠিক সেই পদ্ধতি অনুসরণ করলো আয়ুষ মেডিসিন । আয়ুষ টেলি মেডিসিনের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের বরাদ্য করা টাকার পরিমান প্রায় ৮৩ লক্ষ । রাজ্যের প্রতিটি জেলার জন্য ৩ লক্ষ ৭৬ হাজার টাকা বরাধ্য করা হয়েছে । ইতিমধ্যেই জানা গেছে রাজ্যের ২২ টি জেলায় তৈরী হবে আয়ুষের টেলি মেডিসিন সেন্টার । এই পরিষেবা সপ্তাহে ৫ দিন চালানো হবে ।পরিষেবাটি সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ৩ টে পর্যন্ত।
সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবাটিতে , আয়ুর্বেদিক , হোমিওপ্যাথিক বিভাগের চিকিৎসকেরা পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত থাকবেন।শুধু বাংলা নয় , বাংলার পাশাপাশি নেপালি ও সাঁওতালি ভাষাতেও পাওয়া যাবে এই পরিষেবা। সাধারণ মানুষ ঘরে বসেই জানতে পারবে তাদের রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য । এই পরিষেবার দায়িত্বে থাকবেন জেলার আয়ুষ আধিকারিক বা ডি এম ও । জর থেকে পেটে ব্যথা বিভিন্ন সমস্যা সহ প্রতিদিনের নানা রকম রোগবেধি ও জীবনযাত্রা সংক্রান্ত অসুখ নিয়ে টেলিফোনে পরামর্শ দেবেন চিকিৎসক ।