কেরিয়ারের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে খেলা ছাড়ার ইঙ্গিত দিলেন সুনীল নারিন, যা শুনে একটু হলেও হতাশ হয়েছে কলকাতা নাইট রাইডার্স ভক্ত সহ ক্রিকেট প্রেমিরা। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার সুনীল নারিন। সেরা স্পিনারদের তালিকাতেও তার নাম উপরেরই রয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০টি ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন মিস্ট্রি স্পিনার। ৩৩ বছরের নারিন ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত কেকেআরের সাথেই খেলে এসেছেন। এখনও পর্যন্ত মোট ১৪৯ টা ম্যাচ কেকেআরের হয়ে খেলেছেন নারিন। এর মধ্যেই ১৬৫ টি উইকেট নিয়েছেন তিনি।আবার এর মধ্যেই ১৪৭ টি উইকেট এসেছে আইপিএল থেকেই। অর্থাৎ আর মাত্র তিনটি উইকেট নিলেই সব মিলিয়ে অষ্টম বোলার হিসাবে আইপিএলে ১৫০ টি উইকেট নেবেন নারিন। বর্তমানে তাঁর মোট রান সংখ্যা ৯৭৬। শুধু বলেই না ব্যাট হাতেও খেলেছেন একাধিক বিধ্বংসী ইনিংস।
কেকেআরের প্রথম ক্রিকেটার হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৫০টি আইপিএল ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন এই মিস্ট্রি স্পিনার। এই মাইলস্টোন গড়ার আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নাইটদের হয়ে ১৫০টি ম্যাচ খেলা কম কথা নয়। কেকেআর-এর হয়েই আইপিএল শেষ করতে চান তিনি। খেলা ছাড়ার পরে বোলিং কোচ হিসেবে কেকেআর-এ ফিরে আসতে চান তিনি। তবে আইপিএলের মাঝপথে এইভাবে খেলা ছাড়ার কথা শুনে উদ্বিগ্ন কেকেআর ফ্যানরেরা।