বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের মালিক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হায়দরাবাদেই শতরান হাঁকিয়ে তিনি ধরে ফেলেছিলেন ক্রিস গেইলের সর্বাধিক শতরানের রেকর্ড। আজ সপ্তম আইপিএল শতরান হাঁকিয়ে ইউনিভার্স বসকে পিছনে ফেলে নিজের দখলে নিলেন সেই রেকর্ডটি।
রবিবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের (RCB Vs GT) সামনে ফের সেঞ্চুরি করলেন কোহলি। ৬০ বলে সেঞ্চুরি এল। এর আগের ম্যাচেই হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ১০০ রান করেছিলেন। টানা সেঞ্চুরি করে অনন্য নজির গড়লেন। তাঁর ১০১ রান এসেছে মাত্র ৬১ বলে, যার মধ্যে রয়েছে ১৩টি চার ও একটি বিশাল ছয়। তিনি সাতটি সেঞ্চুরি করে আইপিএলে ক্রিস গেইলকে টপকে গেলেন। গেইলের ছিল ছয়টি সেঞ্চুরি, কোহলির এল সপ্তম সেঞ্চুরি। তিনিই শীর্ষে।
রবিবার চিন্নস্বামী স্টেডিয়ামে বিরাট নিজের ছন্দে ছিলেন না শুরুর দিকে, পাচ্ছিলেন না টাইমিং। তবে রশিদ খানকে একটি বাউন্ডারি মারার পরই নিজের ছন্দে ফেরেন বিরাট। যখন বাকি ব্যাটাররা আউট হয়ে যাচ্ছিলেন তখনই উইকেটের একটি প্রান্ত ধরে খেলার হাল ধরেন বিরাট, এবং শেষ পর্যন্ত ৬০ বলে শতরান করে আইপিএলে ইতিহাসে সপ্তম শত রান পূরণ করেন বিরাট।
মাত্র এক বলে খেলেই মরণ বাচন ম্যাচে ৬১ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি। যখন ৯৭ রানে বিরাট খেলছিলেন তখন দু রান নিতে যান এবং তখনই অবিশ্বাস্য স্প্রিন্টে নির্দিষ্ট সময় ক্রিজের এর ভিতর ঢুকে যান। যা আরো একবার প্রমাণ করলো বিরাটের দায়িত্ববোধের।