আইপিএল ফাইনালের দিনই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জল্পনা চলছে। আইপিএল ফাইনাল দেখতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মুখ্য অধিকর্তারা উপস্থিত থাকবেন বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
সংবাদসংস্থা পিটিআইকে বোর্ড সচিব জয় শাহ বলেন, “আইপিএল ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। আমরা সেখানেই আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব”।
এবারের এশিয়া কাপের আয়োজক-স্বত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিলে ভেন্যু নিয়ে অচলাবস্থা দেখা দেয়। পিসিবি-বিসিসিআই পাল্টাপাল্টি কথার সর্বশেষ পর্যায়ে সামনে আসে ‘হাইব্রিড মডেল’। পিসিবি প্রস্তাবিত এই মডেলে এশিয়া কাপ হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ভারত ছাড়া বাকি ৫ দল পাকিস্তানের মাটিতে ৪টি ম্যাচে অংশ নেবে। এরপর ভারতসহ সব দল দ্বিতীয় ভেন্যুতে গিয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলবে।
এশিয়া কাপ ভেন্যু নিয়ে জটিলতার মধ্যে এশিয়ান বোর্ডগুলোর প্রতিনিধির এবারের সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল হবে ২৮ মে। এর আগের দিন একই জায়গায় বিসিসিআই’র বোর্ডসভা আছে। বিসিসিআই বৈঠকে পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়ে আলোচনা হওয়ার কথা।