১৯ শে আগস্ট হ্যাঁ, এই দিনটি সারা বিশ্বে “বিশ্ব আলোকচিত্র দিবস” হিসাবে উদযাপিত হয়। বিশ্বের প্রতিটি প্রান্তের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল, কলেজ, ক্লাব ইত্যাদি মেতে ওঠে আলোকচিত্র কে নিয়ে। ব্যতিক্রম রইল না বেহালা কলেজও। যদিও এ বছর বেহালা কলেজ বিশ্ব আলোক চিত্র দিবস উদযাপন করে ২২ শে সেপ্টেম্বর। অনুষ্ঠানটি আয়োজন করেছিল বেহালা কলেজের ফটোগ্রাফি ক্লাব। বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাব-এর পক্ষ থেকে জানা যায় এই অনুষ্ঠানটির পরিকল্পনা শুরু করা হয়েছিল মার্চের শুরুতেই।
এই দিন কলেজের হলঘরে (২৫নম্বর ঘর) অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি ।দুপুর ১টা থেকে প্রায় চার ঘন্টা ধরে চলেছিল এই অনুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা কলেজ এর পরিচালন সমিতির সভাপতি ড.ফাল্গুনী মুখোপাধ্যায় ,অধ্যক্ষ ড.শর্মিলা মিত্র, উপস্থিত ছিলেন ফটোগ্রাফি ক্লাবের কো-অর্ডিনেটর অধ্যাপিকা দেবারতি ভট্টাচার্য এবং ফটোগ্রাফি শিক্ষক শ্রী সুমন্ত রায় । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীরাও । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনির ( SONY) কর্মকর্তাগণ। বরণ পর্বের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতেই কলেজের অধ্যক্ষ কে বরণ করে নেয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সপ্তার্ষ এবং ছাত্রী অনন্যা। এর পর শুভাশিস এবং মনিকা সশ্রদ্ধে বরণ করে নেয় ড.ফাল্গুনী মুখোপাধ্যায় কে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিত্র সাংবাদিক শ্রী অনিক দাস , ওনাকে বরণ করা হয় সশ্রদ্ধে বর্তমান পাঠরত ছাত্র-ছাত্রী দ্বারা। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুরু হয় বক্তব্য পরিবেশন এর মধ্য দিয়ে। ড. ফাল্গুনী মুখোপাধ্যায় প্রায় চার মিনিটের বক্তব্যে ছবি তোলার ফরমেট এবং আলোকচিত্র কে ভালোবেসে কাজ করার কথা বলেন। এরপর অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র তার আলোকচিত্র বিষয়ক কিছু বক্তব্য এবং চিন্তাভাবনা তুলে ধরেন সকলের সামনে। তিনি বলেন ২০১৫ সাল থেকে বেহালা কলেজে আলোকচিত্র নিয়ে প্রথম কোর্স চালু হয়। সেই কোর্স ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে শেখার সুযোগ পায়। প্রতি শনিবার বিকাল ০৪:০০ টার পর থেকে এই ফটোগ্রাফি ক্লাসটি শুরু হয় বলে জানান কলেজের অধ্যক্ষ।এরপর ফটোগ্রাফি ক্লাবের কো-অর্ডিনেটর অধ্যাপিকা দেবারতি ভট্টাচার্য মন ছুয়ে ফেলা একটি বক্তব্যে পরিবেশন এর মাধ্যমে জানান “আলোক চিত্রের মাধ্যমে সমস্ত স্মৃতিকে যেটা ফেলে এসেছি আমরা অতীতে সেটা ধরে রাখা যায়” । নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে ফটোগ্রাফির একটি ওয়ার্কশপ করার চিন্তাভাবনা করছে বেহালা কলেজের ফটোগ্রাফি ক্লাব। সেখানে উপস্থিত থাকবে সোনি কোম্পানির আধিকারিকরা। তিনি সেই ওয়ার্কশপে কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীদের একজোট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর স্টেজের বক্তব্য রাখতে আসেন সোনির পক্ষ থেকে বিশিষ্ট অতিথি শরৎ স্যার। তিনি নিজের অভিজ্ঞতা, আলোক চিত্র সম্পর্কিত ধ্যান ধারণা ভাগ করে নেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে। তিনি বক্তব্যে বলেন, তিনি আনন্দিত বেহালা কলেজের এই সেমিনারে এসে। তিনি এও বলেন, বেহালা কলেজের তরফ থেকে কখনো কোন ফটোগ্রাফি ট্যুর হলে তিনি ছাত্র-ছাত্রীদের সমস্ত খরচ চালাবেন। বেহালা কলেজের ওয়ার্কশপে সোনির উপস্থিতি সম্পর্কেও তিনি আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানটির তৃতীয় পর্বে কলেজের ছাত্র-ছাত্রীরা আয়োজন করে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের। গনেশ বন্দনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানটি। নৃত্যে অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী তিতির রায়। এরপর শুরু হয় সেই দিনের আকর্ষণীয় একটি যাত্রাপালা মনোজ মিত্রের রচিত “পুঁটি রামায়ণ”। এই যাত্রায় অংশগ্রহণ করে বাংলা, ইংরেজি, সংস্কৃত , জেনারেল এবং খাদ্য ও পুষ্টি বিভাগের বিভিন্ন ছাত্রছাত্রীরা। যাত্রার পরেই অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব।২০১৯ সালে একটি অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতা চালু করে বেহালা কলেজ। দেশ, বিদেশ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা যোগদান করেন এই প্রতিযোগিতায়। প্রতিযোগীদের নাম যথাক্রমে স্বর্ণালী দাস, ঝুমা চৌধুরী, পৃথ্বীরাজ রায়চৌধুরী, দ্বীপমাল্য রক্ষিত, সহা মুখোপাধ্যায়, সুকন্যা সেন, আয়ুস রাজ, শৌণক দত্ত, এবং দীপাঞ্জন মন্ডল।এই বছরের উনিশে আগস্ট, শনিবার প্রতিযোগীদের নাম এবং স্থান সম্পর্কিত ফলাফল ঘোষণা করা হয়, তবে পুরস্কার সহ সনদপত্র বিতরণ করা হয় ২২শে সেপ্টেম্বর। পোট্রেট এন্ড ইমোশন সেকশন থেকে প্রথম হন রুপম মন্ডল। দ্বিতীয় স্থান অধিকার করে রিটা সেরী। তৃতীয় স্থান অধিকার করে রাহুল ঘোষ। বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাব এর কো-অডিনেটর অধ্যাপিকা দেবারতি ভট্টাচার্য জানান অধ্যক্ষ ডঃ শ্রীমতি শর্মিলা মিত্র -এর উদ্যোগে প্রথম স্থান অধিকারীকে বেহালা কলেজের পক্ষ থেকে এক হাজার টাকার এবং সনদপত্র দেওয়া হবে। সর্বশেষ আগমনীর গানের সুরে দলনৃত্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই নৃত্য মূলত বাংলা এবং ইংরেজি বিভাগ-এর ছাত্রীদের দ্বারা সংগঠিত হয় । পুরো অনুষ্ঠানটি লাইভ করা হয় বেহালা কলেজ ইনার আই ফটোগ্রাফি পেজ এ ।