আন্তর্জাতিকভাবে মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বছরের সবচাইতে আলোচিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান’। আগামী মাসে অর্থাৎ মার্চের ৪ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি, তবে তার একদিন আগেই অর্থাৎ ৩ মার্চ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, টিকিটের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ২৪ শে ফেব্রুয়ারি থেকে। বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রিয় সুপারহিরো ব্যাটম্যান। এবার পর্দায় আসছে নতুন রূপে। নতুন ব্যাটম্যান সিনেমা নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। এবার মূল চরিত্র ‘ব্যাটম্যান’-এর ভূমিকায় থাকছেন রবার্ট প্যাটিনসন, যা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন – ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)-এর। সিনেমার শুটিং শুরু হওয়ার পরে বিপত্তি বাধে রবার্ট প্যাটিনসনকে নিয়ে। পরিচালক ম্যাট রিভসের সঙ্গে অনেক বিষয় নিয়ে শুটিং সেটে দ্বিমত পোষণ করেছেন রবার্ট প্যাটিনসন। ব্যাটম্যান’ ভক্তরাও প্রথমে এই চরিত্রে রবার্ট প্যাটিনসনকে মেনেই নিতে পারেননি। তবে ট্রেলার প্রকাশ পাওয়ার পরে এই চরিত্রে অভিনেতার যোগ্যতা নিয়ে ভক্তদের সংশয় অনেকটাই কেটে গেছে।ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার ও হিংস্র সংস্করণ দেখা গেছে। এবারে দেখার বিষয়, আশা পূরণ করার কতটা ক্ষমতা রাখে নতুন ছবিটি।