তালিবান হামলার পর থেকে আফগানিস্তানে চারিদিকে শুধু হাহাকার। এই সংকটকালীন পরিস্থিতিতে পাশে দাঁড়াল ভারত। মঙ্গলবার ভারত থেকে জীবনদায়ী ওষুধের আরও একটি ব্যাচ এবং ৪০,০০০ মেট্রিক টন গম পাঠানো হয়েছে আফগানিস্তানে।
জাতিসংঘের বিশেষ অনুরোধে এবং আফগান মানুষের সঙ্গে তাদের বিশেষ সম্পর্কের জন্যই বিধ্বস্ত আফগানিস্তানকে মানবিকভাবে সাহায্য করতেই এগিয়ে এসেছে ভারত। কাবুলের ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয় জীবনদায়ী ওষুধ। বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে এই নিয়ে বিগত কয়েক মাসে ১৩টি ব্যাচে মোট ৪৫ টন জীবনদায়ী ওষুধ ভারত থেকে পাঠানো হয়েছে আফগানিস্তানে। সেখানে পাঠানো হয়েছে মূলত টিবির ওষুধ, পাঁচ লক্ষ কোভিড ভ্যাক্সিনের ডোজ সহ মেডিকেল এবং সার্জিকাল দ্রব্য। এর মধ্যে রয়েছে পিডিয়াট্রিক স্টেথোস্কোপ, বিপি কাফ মোবাইল টাইপ স্ফিগমোম্যানোমিটার, ইনফিউশন পাম্প, ড্রপ চেম্বার সেট, ইলেকট্রো কশারি এবং নাইলন সুতো সহ অন্যান্য বিভিন্ন দ্রব্য। এর সাথে ৪০,০০০ মেট্রিক টন গমও পাঠানো হয়েছে আফগানিস্তানে।
এত সাহায্যের পরও নতুন আফগানিস্তানকে স্বীকৃতি দিতে নারাজ ভারত। বার বারই আফগানিস্তানে ইনক্লুসিভ সরকার গঠনের প্রস্তাব জানিয়েছে।