সম্প্রতি জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ কে খুঁজে গ্রেফতার করার অনুরোধ জানিয়ে আফগানিস্তানের সরকারকে চিঠি পাঠায় পাকিস্তান।২০১৯ সালের কাশ্মীরের পুলওয়ামা হামলায় যে জঙ্গি আক্রমণ হয়েছিল তাঁর প্রধান হিসেবে মাসুদের নাম সামনে এসেছিল। ওই জঙ্গি হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। তবে মৌলানা মাসুদ আজহার আফগানিস্তানে নেই এই কথা বলে পাকিস্তানের দাবি উড়িয়ে দেয় তালিবান সরকার। তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বৃহস্পতিবার জানান, ‘‘মাসুদ আজহার আফগানিস্তানের মাটিতে নেই। সে কথা আমরা জানিয়েও দিয়েছি।’’
আফগানিস্তানের নঙ্গরহার বা কুনার এলাকায় লুকিয়ে থাকতে পারে মাসুদ। এমনটাই জানিয়ে তালিবান সরকারের পররাষ্ট্র দফতরে ইসলামাবাদের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল। যদিও আন্তর্জাতিক মহলের অনুমান করা হয়েছিলো, এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরোনোর উদ্দেশ্যে জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে লোকদেখানো তৎপরতা দেখাচ্ছে পাকিস্তান।এফএটিএফ কোনও দেশকে ‘কালো তালিকায়’ ঢোকানোর আগে দু’টি পর্যায়ের মধ্যে দিয়ে যায়। একটি ‘ধূসর’ ও অপরটি ‘আরও বেশি ধূসর’।এফএটিএফ-এর এই দু’টি তালিকায় সংশ্লিষ্ট দেশ গুলিকে দু’বার হুঁশিয়ারি দেওয়া হয়।