মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুধে খেলতে নামার আগে যে বিষয় রাহুল ও রোহিত সংশোধনের কথা বলেছিলেন , খেলার সময় ঠিক সেই বিষয় আবার ভুল করলেন ভারতীয় দল । ভারত প্রথম ব্যাটিং করে ২০৮ রান করা সত্ত্বেও বোলিং এর ব্যর্থতায় হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুধে প্রথম টি – টোয়েন্টি ম্যাচ। হার্দিকের অপরাজিত দুরন্ত ৩০ বলে ৭১ রান ও রাহুলের ৩৫ বলে ৫৫ রানও বাঁচাতে পারলো না ভারতকে।
খেলার পর তুমুল ভাবে প্রশ্ন উঠতে থাকে ভারতীয় নির্বাচকদের নিয়ে। প্রশ্ন একটাই ” শামি কে কেনো দলে যোগ করা হবে না?”। ২০৯ রান তাড়া করতে নেবে ১৯.২ ওভারেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ক্যমরণ গ্রীন ৩০ বলে ৬১ রান ও ম্যাথিউ ওয়েড অপরাজিত ২১ বলে ৪৫ রান করে ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে আনে।
বুমরাহ ও শামীর অনুপস্থিতিতে ভারতীয় দলে তাদের কতটা প্রয়োজন সেটা সকলের কাছে স্পষ্ট। ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয় ভুবনেশ্বর ও হার্শালকে। তবে তার কোনো কিছুই লক্ষ করা গেলনা মঙ্গলবার । অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তাদের বল গুলোকে অনায়াসে স্টেডিয়ামের বাইরে পাঠাতে থাকে ক্রমাগত। ১৮ নম্বর ওভার বল করতে আসে হার্শাল ২২ রান দিয়ে ভারতীয় সমর্থকের শেষ আসা টুকু নিরাশায় পরিণত করে। তিনটি ম্যাচের টি – টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ ভারত হারায় দ্বিতীয় ম্যাচটি ফাইনালের পর্যায় চলে গেছে । এখন দেখার বিষয় ভারত পরের ম্যাচে কিভাবে ফিরে আসে নিজের ছন্দে।