বিআর চোপড়ার মহাভারতের শকুনি মামাকে চেনে না এমন মানুষ পাওয়া দুষ্কর।সেই শকুনি মামা সোমবার সকালে পাড়ি দেন না ফেরার দেশে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগতে।
বস্তুত কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল গুফি পেন্টালের হাসপাতালে ভর্তির কথা। যা প্রকাশ্যে আসার পর থেকে উদ্বেগ না হয় পরে তার ভক্তবৃন্দরা।জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগের কারণে ভুগছিলেন তিনি,৩১শে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু শেষ রক্ষা আর হয় নি, না ফেরার দেশে পাড়ি দেন মহাভারতের শকুনি মামা, ওরফে গুফি পেন্টাল।তবে অভিনেতার পরিবারের কেউ তার অসুস্থতার কথা জানায়নি, টলি অভিনেত্রী টিনা ঘাই তার সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে জানান,গুফি পেন্টালজি খুব কষ্টে রয়েছেন। ওঁনার জন্য প্রার্থনা করুন দয়া করে।’ তবে কি হয়েছে সেই ব্যাপারে খোলসা করে জানাননি কিছু তিনি।
আটের দশকে অভিনয় জগতে পা রাখেন গুফি পেন্টাল। অভিনয় তার নেশা ছিল তাই তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ের জগতে পা রাখেন। অভিনয়ের জন্য তিনি টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভের চাকরিও ছেড়ে দেন।তিনি দেশ পরদেশ’, ‘সুহাগ’ এবং ‘সম্রাট অ্যান্ড কোং’-র মত ছবিতে অভিনয়ে করেন।তবে মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করার পর তাঁকে নানা চরিত্রে দেখা গেলেও, শকুনি মামা হিসেবেই জনপ্রিয় ছিলেন তিনি দর্শকদের কাছে।