করোনার পর আবার এক ভয়ঙ্কর অতিমারী আসতে চলেছে তার হুশিয়ারি দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথা হু-র প্রধান।
করোনার প্রকোপে একসময় সারা বিশ্ব উথালপাতাল হয়ে গেছিল, প্রাণ হারিয়েছিল কোটি কোটি মানুষ।তবে তা এখন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এই সময় বিশ্ব সংস্থার প্রধান ডাঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস হুশিয়ার দেন ভবিষ্যতে করোনার পর আবার এক ভয়ঙ্কর অতিমারী আসতে চলেছে যা করোনার থেকেও ভয়ংকর হতে পারে। তিনি জানান এই অতিমারি আসতে বেশী দেরি নেই,তাই বিশ্বকে প্রস্তুত হতে হবে এখন থেকেই এই মারণ রোগের প্রতিরোধ করার জন্য।
হু-র প্রধান বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপতকালীন পরিস্থিতি হিসেবে করোনা চলে গেলেও তার আশঙ্কাজনক রেশ এখন ও থেকে গেছে।এর মধ্যে নতুন একটি রোগের আগমন ঘটেছে যেই রোগে মৃত্যুর সম্ভাবনা ও রয়েছে প্রবল।
ডাঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস তার সতর্কবার্তা সম্বলিত রিপোর্ট ৭৬ তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে করেন এবং সেখানেই তিনি জানান আমাদের সামনে এক বিরাট অতিমারি এখনই আমাদের তার জন্য সাবধান হতে হবে,যাতে এই অতিমারিকে আমরা রোধ করতে পারি।আমরা যেমন আগে সমষ্টিগতভাবে একসাথে ও সতর্কিতভাবে করোনার মোকাবেলা করেছিলাম ঠিক সেই ভাবেই পরে কোন অতিমারি এলে আমদের সেই নিষ্ঠার সাথেই তার মোকাবিলা করতে হবে। আমাদের মনে রাখতে হবে বিপদজনক প্যাথোজেনের দাপট এখনো শেষ হয়নি।