আগামী বুধবারের খবর অনুযায়ী করোনা আবার ধীর গতীতে বাড়তে চলেছে তাই আইনজীবিদের উদ্দেশ্যে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন বাড়িতে থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করতে হবে সমস্ত আইনজীবিদের।
সূত্রের খবর অনুযায়ী বুধবারের থেকে প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা।যা একদিন প্রায় অনেকটাই বেড়ে গেছে।কোভিডে আক্রান্ত হয়েছে ৪,৪৩৫ জন মানুষ।করোনা বাড়লে এবার চতুর্থ বারের দিকে এগবে এই মহামারী ‘Covid-19’। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বলেছেন, কোভিড সংক্রমণ থেকে বাঁচতে এরম সিদ্ধান্ত বিচারপতিদের।করোনা আটকাতে ওয়ার্ক ফ্রম হোমই সম্বল বলছেন বিশেষজ্ঞরা।আপতত আইনজীবীরা ঘরে বসে কাজ ( ওয়ার্ক ফ্রম হোম ) করবে বলে জানা যাচ্ছে।
যেহেতু করোনা আবার বাড়ছে একটু একটু করে এবং সংক্রমন বৃদ্ধির কথা মাথায় রেখে দেশের প্রধান বিচারপতি এবং বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ জানিয়েছেন, এই পরিস্থিতিতে কনফারেন্স ভিডিও কলের মাধ্যমেই যেকোনো আইনবিভাজিত কাজ করার জন্যে।যেকোনো শুনানি কিংবা রায় ঘোষনা পুরোটাই কনফারেন্স ভিডিও কলের মাধ্যমে হবে।
এই আবহে স্বাস্থ্য মন্ত্রকেরা অত্যন্ত চিন্তিত,চিন্তার ভাঁজ ফেলেছে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালেও। বারংবার করোনার প্রকোপে মানুষ নাজেহাল।গত কয়েকদিন ধরে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে।এই খবরের পর থেকেই সুপ্রিম কোর্টে মামলা প্রক্রিয়া এক নতুন কার্যে সম্পর্ণ করা হবে জানা যাচ্ছে প্রধান বিচারপতির কাছ থেকে।