আশ্বিনের শারদ প্রাতে আপামর বাঙালি মেতে উঠেছে উৎসবের আমেজে, মা আসছে মর্তে, আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন তারপরেই বাঙালির শারদোৎসব, আর এইবারে উৎসবের আনন্দ দ্বিগুণ করে তুলেছে ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ খ্যাতি, শুধু কলকাতায় নয় সুদূর আমেরিকার দক্ষিণ-পশ্চিমের শহর ফিনিক্স অ্যারিজোনাতেও আসছেন উমা।
এবছর প্রথম নয় বিগত ৩৫ বছর ধরে এই দুর্গা পুজোর আয়োজন করে চলেছে বেঙ্গলি কালচালার এ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা (বিসিএএ)। এই অঞ্চলে প্রধানত দুটি দুর্গা পুজো হয় তার মধ্যে বিসিএএ এর পূজা হল প্রাচীনতম। ৩০ সেপ্টেম্বর শুক্রবারের সন্ধ্যে বোধন দিয়ে শুরু হবে তিন দিনের দুর্গোৎসব চলবে ২ রা অক্টবর পর্যন্ত। মায়ের আরতি, ভোগ বিতরণ, ধুনুচি নাচ, সিঁদুর খেলা সব মিলিয়ে প্রবাসে এক জমজমাট দুর্গাপুজোর আরম্ভর শুরু হতে চলেছে। এখানের মূল আকর্ষণ হিসেবে থাকছে আনন্দ মেলা। মেলায় থাকবে নানান ধরনের স্টল ও সাথে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। ছাড়াও কলকাতা থেকে জনপ্রিয় সংগীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী উপস্থিত থাকবেন। কোভিডের পরে আবার দেশীয় আমেজে দুর্গাপুজোর স্বাদ চেটেপুটে উপভোগ করতে চান প্রবাসী বাঙালিরা।