শুক্রবার আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো পারফরম্যান্সের দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ম্যাচে ব্রেন্ডন কিং-এর অসাধারণ ৬২ রানের ইনিংসের কারণে ৫ উইকেটে মাত্র ১৪৬ রান করে ক্যারিবীয়রা। ক্যারিবীয়দের হয়ে ওপেন করতে নামে জনসন চার্লস ও কাইল মায়ার্স, ১৮ বলে ২৪ রান করেন চার্লস। তিনে নেমে এভিন লুইস ১৮ বল খেলে ১৩ রান করেন। ম্যাচে অধিনায়ক নিকোলাস পুরান ১৩ ও ওডেন স্মিথ ১৯ রান রান করেন ।
আয়ারল্যান্ডের হয়ে ওপেন করতে নামে অধিনায়ক আন্দ্রে বালব্রেইনি ও পল র্স্টালিং। ওপেনিং জুটির চমত্কার ব্যাটিং পারফরমেন্স এর ফলে মাত্র ৭.৩ ওভারেই ৭৩ রান করে দেয় আয়ারল্যান্ড। ম্যাচে ২৩ বলে ৩৩ রান করেন বালব্রেইনি ও তার ওপেনিং পার্টনার র্স্টালিং ৪৮ বলে ৬৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। আয়ারল্যানডের হয় তিনি ব্যাট করতে নামেন লোরকান টাকার তিনি ৩৫ বলে ৪৫ রান করেন।
আয়ারল্যান্ডের হয়ে ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের দিয়েছেন লেগ স্পিনার গ্যারেথ ডিলানি, ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। স্পিনার সিমি সিং ২ ওভারে ১১ রান দিয়ে একটি উইকেট নেন। ম্যাচে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ , অন্যদিকে মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে আয়ারল্যান্ড।