আমরা বাঙালিরা কমবেশি অনেকেই একবার হলেও প্রফেসর শঙ্কুর কোনো না কোনো গল্প পড়েছি। অনেকেরই হয়তো প্রফেসর শঙ্কুর রোবট বিধুশেখরকে মনে আছে যে কিনা ধনধান্য পুষ্পে ভরা গেয়ে প্রফেসর শঙ্কুকে তাক লাগিয়ে দিয়েছিলো।
এ যেন শঙ্কুরই কাহিনী মনে হচ্ছে। পুরো দুনিয়াতে কল্পবিজ্ঞানের অসংখ্য গল্প আছে যার মধ্যে যন্ত্রমানবের নানারকম কীর্তি কলাপ এর দাপট। কিন্তু আজকাল তা শুধু গল্প হয়ে নেই বাস্তবে রূপান্তরিত হচ্ছে আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI চমকে দিয়েছেন পুরো বিশ্বকে ফলে অনেক চাকরিও বিপদের মুখে পড়েছে AI এর জন্য এখন দেখা যাচ্ছে পুরোহিতদের ও পেশা খেয়ে নিতে পারে AI। আর সেই আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে।
ঠিক কিরকম আশঙ্কা? ভারতের এক টেকনোলজি ফার্ম একটি রোবোটিক আর্ম তৈরী করেছিল ২০১৭ সালে। যে যন্ত্রবাহু আরতি করতে পারতো সকলেই এটি দেখে চমকে উঠেছিলেন চমকে ওঠাটাই স্বাভাবিক কিন্তু তখন ও অবদি ব্যাপার টা চমকের মধ্যেই ছিল। সেবারে গণেশ পুজোতে যন্ত্রের আরতি করতে দেখা টা দর্শণার্থী দের কাছে ছিল একটি বাড়তি পাওনা। আশঙ্কা করা যাচ্ছে যে আগামীদিনে পুরোহিতদের ও কর্মসংকোচন এর পথ তৈরী হবে। সমস্যাটা আপাতত ব্যাপক আকার ধারণ না করলেও আশঙ্কা কিন্তু বাড়তে শুরু করেছে।