সীমান্তে এবার চীনা ফোনে নিষেধাজ্ঞা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা জাওয়ানদের জন্য চীনসহ যেসব দেশের পক্ষ থেকে ভারতের বিপত্তির আশঙ্কা আছে সেই সব দেশের তৈরি মোবাইল ফোন এবং অ্যাপ এ নিষেধাজ্ঞা জারি করল গোয়েন্দা বিভাগ।
ইতিপূর্বেই বহু জনপ্রিয় চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ। চিনা অ্যাপ ব্যবহার যে ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সে কথা নতুন করে বলবার নয় তবে এবার গোয়েন্দাদের নতুন আশঙ্কা চিনা মোবাইল অ্যাপ এবং ওই দেশের তৈরি মোবাইল ভারতের সেনা জাওয়ানদের ব্যবহার ভারতের পক্ষে হানিকারক। এবং এবং চীন সীমান্তের সেনাবাহিনীরা শুধু নয় তাদের পরিবারের ব্যবহারের ফলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। কারণ গোয়েন্দাদের আশঙ্কা চিনা মোবাইল গুলি ম্যালওয়্যার ও স্পাইওয়ার দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। যদিও সতর্কবার্তা এই প্রথম নয় এর আগেও এই বার্তা দেওয়া হয়েছে তবে এইবার এই বিষয়টির ওপর নজর রাখবেন গোয়েন্দা বিভাগরা।
সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, গোয়েন্দাদের তরফ থেকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সেনার জওয়ানদের কাছে । এতে উল্লেখ করা হয়েছে, সেনাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিনা মোবাইল কেনা বা ব্যবহার বন্ধ করতে হবে। এবং সেই প্রক্রিয়া দ্রুতই কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।