আল কায়দার প্রধান আল জাওয়াহিরি কে হত্যা করতে আমেরিকা যে গোপন অস্ত্র ব্যবহার করেছিল, সেই অস্ত্রই এখন ভারতকে দিতে চলেছে প্রেসিডেন্ট জো বাইডেন। এই গোপন অস্ত্রের নাম ‘ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স’। এর পাশাপাশি ‘এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টার’ এবং বিধ্বংসী ডুবোজাহাজ ‘মার্ক-৫৪ টর্পেডো’ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
জানা যায়, আমেরিকার প্রিডেটর ড্রোন থেকে ছোড়া হেলফেয়ার একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল জাওয়াহিরি কে। নিনজা বোমা নামে এই ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্যই হলো এটি লক্ষ্য তে আঘাত করবে কিন্তু আশেপাশের এলাকার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ বিরাট কোনো বিস্ফোরণ ছাড়াই এটি লক্ষ্য বস্তুকে ছিন্ন ভিন্ন করে দিতে সক্ষম। পাশাপাশি রোমিও হেলিকপ্টার টি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু ডুবোজাহাজ কে শনাক্ত করে ধ্বংস করতে পারদর্শী।
এই কারণেই আমেরিকার থেকে ৩৭,৬০০ কোটি টাকার সামরিক অস্ত্র কেনার চুক্তি করেছে ভারত। এর মধ্যে রয়েছে ওই দুই মারণ অস্ত্র। এই অস্ত্রগুলি পেলে ভারতের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা রাখছে ভারত সরকার।