অপেক্ষার অবসান ঘটিয়ে চার বছর পর আবার আসছে শবর। সাথে রয়েছে গোয়েন্দা শবর ওরফে শাশ্বত। গোয়েন্দা প্রেমীদের জন্য সুখবর।অরিন্দম শীল পরিচালিত ‘শবর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। এবারের সিনেমা ‘তীরন্দাজ শবর’। ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ মে। সদ্য মুক্তি পেল এই ছবির টিজার পোস্টার।
শবর সিরিজে গোয়েন্দা শবরের ভূমিকায় প্রথম থেকেই রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়। আর ঠিক এই বারেও মুখ্য ভূমিকায় থাকছেন শাশ্বত। ২০২০ সাল থেকেই তীরন্দাজ শবরের শুটিং শুরু হয়েছিল, কিন্তু অতিমারির কারণে শুটিং এর ডেট পিছিয়ে গিয়েছে বহুবার। শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, নাইজেল আকারা, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস, রম্যাণি মণ্ডল, চন্দন সেন প্রমুখ। পরিচালকের কথায় এবারের শবর বানানোর ধাজ পুরোপুরি আলাদা। এবারে এই শবরের গল্পে রয়েছে প্রেম, রহস্য, হাইভোল্টেজ মারপিট। কলকাতার আসানসোলে হয়েছে এই শবরের শুটিং।
এর আগে শবর সিরিজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ২০১৫ সালে ‘এবার শবর’, ২০১৬ সালে ‘ঈগলের চোখ’, ২০১৮ সালে ‘আসছে আবার শবর’। লম্বা অপেক্ষার প্রতীক্ষা শেষ হচ্ছে ২০২২-এ । খুব শীঘ্রই আসতে চলেছে চার নম্বর সিরিজ, “তীরন্দাজ শবর”।