ইংরেজি ভাষা ব্যবহার নিয়ে বিল পাশ করে নিষেধাজ্ঞা জারি করে এক চরম বিদ্বেষের নজির গড়লো ইতালি সরকার । বিভিন্ন সরকারি কাজে বিদেশী ভাষা প্রয়োগে জরিমানা গুনতে হবে প্রায় ১ লক্ষ ইউরো । এই প্রস্তাব দেশের পার্লামেন্টে পেশ করেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল । ইংরেজি ভাষা ব্যবহারের ফলে সংকটে পড়ছে ইতালির ভাষা ও সংস্কৃতি , সেই ক্ষতির আশঙ্কা করে মেলোনির দল “ব্রাদার্স অফ্ ইতালি” তাদের খসড়ায় ইংরেজি ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে বলে জানিয়েছেন তারা । সংসদে এই খসড়া প্রস্তাব পেশ করে আরও বলা হয় যে, সরকারি বা বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে বিদেশী ভাষা বা ইংরেজি ভাষা ব্যবহারে জরিমানা গুনতে হবে , সমস্ত ক্ষেত্রে ইতালিয়ান ভাষা ব্যবহার বাধ্যতামূলক । ইতালিতে বহু বিদেশী সংস্থার অফিস আছে সূত্র মারফত খবর তাদেরকেও ইতালিয়ান ভাষা ব্যবহার করতে হবে এবং সম্ভব হলে সেই সংস্থার নামগুলিও ইতালিয়ান ভাষায় অনুবাদ করে নিতে হবে বলে প্রস্তাব করা হয় । প্রধানমন্ত্রী মেলোনি নিজেই ভাষণ দিতে গিয়ে প্রচুর ইংরেজি শব্দের প্রয়োগ করেন কিন্তু সমগ্র দেশবাসীকে ইংরেজি ব্যবহার থেকে দূরে রাখতে চান তিনি । আপাতত সংসদে মেলোনীর দল খসড়া প্রস্তাব পেশ করেছেন , দুই কক্ষে পাশ হলে তবেই এই আইন কার্যকর হবে পুরো দেশে । প্রধানমন্ত্রীর মতে , বিদেশী ভাষা ব্যবহার দেশীয় সংস্কৃতিকে নষ্ট করে দেয় তাই দেশীয় সংস্কৃতিকে বাঁচাতে দান্তের ভাষা ব্যবহার করতে হবে ।