গত ২০ শে সেপ্টেম্বর ইউরোপের নর্থ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে অবস্থিত নর্থ চ্যানেল জয় করলেন বাংলার সাঁতারু রিমো। এর আগে ২০১৮ সালে ইংলিশ চ্যানেল এবং ২০১৯ সালে ক্যথলিনা চ্যানেল জয় করেছিলেন তিনি। বিশেষ ভাবে সক্ষম রিমো জীবনের সব প্রতিদ্বন্দ্বিতা কে পার করে এবার জয় করলেন নর্থ চ্যানেল।
জানা যাচ্ছে, রিমো সহ মোট ছয় জনের দল এদিন রবিস পয়েন্ট থেকে সাঁতার শুরু করে। তারা এই ৪২ কিলোমিটারের লম্বা যাত্রা শেষ করে পোর্ট প্যাট্রিকে এসে। যাত্রাটি সম্পূর্ণ করতে তাদের সময় লেগেছে মোট ১৪ ঘণ্টা ৩৯ মিনিট ৪১ সেকেন্ড। শীতল জল, সামুদ্রিক জীব এবং না না প্রতিকূলতা পেরিয়ে প্রথম অংশগ্রহণেই বাংলাকে সাফল্য এতে দেয় রিমো।
এদিনের এই সাফল্যের বিষয়ে প্রশ্ন করা হলে, রিমো জানান, নর্থ চ্যানেলে তার নামার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা মহামারীর কারণে তা দু বছর পিছিয়ে যায়। এখন অংশগ্রহণ করতে পারে এবং গর্বের সাথে ভারতের পতাকা উত্তোলিত করতে পেরে তিনি দারুন আনন্দিত।
তিনি আরও জানান, ২০২৩ সালে তিনি একক ভাবে ইংলিশ চ্যানেল পার করার প্রতিযোগিতায় অংশ নেবেন এবং তার পরের বছর তিনি জিব্রাল্টার, ক্যাথলিনা এবং ম্যানহাটন চ্যানেল পার করবেন। রিমোর এই সাফল্যের ইতিমধ্যেই গর্বিত সারা দেশ এবং ভবিষ্যতেও তার সমস্ত উদ্যোগের জন্য শুভকামনা জানাচ্ছে সকল দেশবাসী।