বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে কেন্দ্রের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে উচ্চপর্যায়ের এই বৈঠক বসেছিল। জানা গিয়েছে, এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। তবে ইউক্রেনের এখনও পর্যন্ত বহু ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকের পরে, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, “সিসিএস বৈঠকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল ইউক্রেনের ছাত্র সহ ভারতীয় নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা।”
বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকালে ইউক্রেনে সেনা অভিযান চালায় রাশিয়া। রাশিয়া ইতিমধ্যেই আক্রমণ করেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে আর এর পর ইউক্রেন আকাশসীমা বন্ধ করতেই আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ বন্ধ হয়ে যায়। ভারতীয় নাগরিকদের নিতে কিয়েভ যাওয়ার ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটগুলি দেশের আকাশসীমা বন্ধ থাকায় বাতিল করা হয়েছিল। মূলত এই বিষয়টি নিয়েই উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রালয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথোপকথনের মাধ্যমে যাবতীয় সমস্যা মেটানোর আবেদন জানাবেন।
ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ওই দেশের সরকারকে চিঠি লিখেছেন ভারতীয় দূতাবাস। সেই চিঠিতে বলা হয়েছে, “ইউক্রেনে আটকে পড়া ১৫ হাজার পড়ুয়ার নিরাপত্তা এবং খাদ্যের ব্যবস্থা করা হোক। তাঁরা যেখানে সুরক্ষিত আছেন, সেখানেই থাকতে দেওয়া হোক।” রাশিয়া-ইউক্রেনের মধ্যে ক্রমাগত উত্তেজনা বাড়ার পর ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়কে নিয়ে ভারতের চিন্তা বেড়েই চলেছে। ভারতের পক্ষ থেকে তাদের নিরাপদ স্থানে থাকা পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের উদ্ধার করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।