রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভয়ভীত সারা ইউক্রেনবাসী সেই সাথে ভয়ভীত সেখানে পড়তে যাওয়া বিদেশি পড়ুয়ারা । তার মধ্যেই ভারতীয় পড়ুয়াদের সংখ্যা প্রায় ২০ হাজার যার মধ্যে ডাক্তারি পড়ুয়ার সংখ্যা ১৮ হাজার ।
এই পরিস্থিতে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের মনে সংশয় ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ডাক্তারি পড়া নিয়ে । বৃহস্পতিবার কেন্দ্র নিজস্ব অবস্থান জানিয়ে দেয় ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতীয় চিকিৎসা বিদ্যালয়গুলিতে ভর্তি হওয়া নিয়ে ।
বৃহস্পতিবার এইসব বিষয় সংক্রান্ত ৭টি মামলার শুনানি চলছিলো সুপ্রিম কোর্টে । সেখানে এই বিষয়গুলিতে কেন্দ্রের অবস্থান জানতে চায় সুপ্রিম কোর্ট । এদিন এই সংক্রান্ত বিষয়ে অবস্থান স্পষ্ট জানিয়ে দেয় কেন্দ্র ।
কেন্দ্রীয় সরকারের মতে দেশে ডাক্তারি পড়ার জন্য NEET (ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট) আছে কিন্তু তাতে পড়ুয়ারা পর্যাপ্ত নম্বর পায় না এবং সেই সাথে পড়াশোনার খরচ চালাতে না পেরেই ইউক্রেনে পড়তে যায় এইসব পড়ুয়ারা। কেন্দ্রীয় সরকারের বক্তব্য এইসব পড়ুয়াদের ভারতীয় কলেজে ভর্তি করলে চিকিৎসা শিক্ষার গুণগত মান নষ্ট হবে ।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনফেরত পড়ুয়াদের সাহায্য করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার কিন্তু পাশাপাশি দেশে চিকিৎসার মান বজায় রাখাও জরুরি । সেই মান ধরে রাখতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের ।