এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করলেন ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের অসুবিধার কথা, সাথে পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি।
সদ্য রুশ গোলার মুখ থেকে অপারেশন গঙ্গার মাধ্যমে উদ্ধার হয়ে দেশে ফিরেছেন ইউক্রেনে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা। তীব্র সংকটের মুখে পড়ে কেরিয়ারের মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেশে ফিরেছেন পড়ুয়ারা, তাই এবার তাদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, কথা বললেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে। তিনি জানিয়েছেন, রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে তাঁদের ইন্টার্নশিপের সুযোগ দিতে চান, এ বিষয়ে সর্বভারতীয় নিয়ামক সংস্থা ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশন’ যাতে প্রয়োজনীয় অনুমোদন দেয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী,‘এখনও পর্যন্ত ইউক্রেন থেকে পশ্চিমবঙ্গে মোট ৩৯১ জন মেডিক্যাল পড়ুয়া ফিরে এসেছেন। তাঁরা অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে প্রচণ্ড মানসিক উদ্বেগে রয়েছেন।’’ সেইসঙ্গে ইন্টার্নদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করার বিবেচনাও করেছেন তিনি। সাথে রাজ্যের হাতে থাকা বেসরকারি মেডিকেল কলেজের এক-তৃতীয়াংশ কোটা তাদের জন্য সংরক্ষিত করা হবে।
ইতিমধ্যেই যেহেতু ইউক্রেনে পড়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে তারা, তাই তাদের এই সংকটজনক পরিস্থিতিতে রাজ্য সরকার অতিরিক্ত খরচ মুকুবের বিবেচনা করবেন বলেও জানান।