লিও নতুন ঠিকানা কি তবে বেকহ্যামের ক্লাবে? সূত্রের খবর পিএসজির সঙ্গে চুক্তি শেষে লিওনেল মেসি যোগ দিতে চলেছে বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে। সৌদির জনপ্রিয় ক্লাব আল হিলাল এর বিপুল টাকার অফার কে অগ্রাহ্য করে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন লিগ সকারের ক্লাব ইন্টার ময়ামিতে যোগ দিতে চলেছে ।
মায়ামিতে লিওনেল মেসির জন্য যে যে চুক্তি তৈরি করা হয়েছে তার সঙ্গে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাডিডাস ও অ্যাপেলের কোলাবোরেশন রয়েছে। এমনকি সূত্রের খবর মায়ামিতে নাকি তার একটি বাড়িও রয়েছে। তাই অনেক মেসি ভক্ত আবার সোশ্যাল মিডয়াতে লিখছে “মেসি তার বাড়ি ফিরতে চলেছে”। অনেকে আবার এও বলছে যে মেসির বার্সেলোনাতে ফিরতে চায় কিন্তু বার্সার বর্তমান আর্থিক অবস্থার কারণে অবশেষে মিয়ামিতে যোগ দিতে চলেছেন।অবশ্য মেসি নিজে জানিয়েছেন তার স্ত্রী ও সন্তানেরা সৌদিতে থাকতে চায় না তাই আল হিলালে তার যোগ দেওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই।
মেসি যদি মিয়ামিতে যোগ দেন তাহলে এই প্রথমবার তাকে খেলতে দেখা যাবে ইউরোপের বাইরের কোনো ক্লাবের হয়ে। কয়েক বছর আগে মেসি বলেছিলেন, ফুটবলারজীবনের শেষ দিকে আমেরিকায় খেলতে চান। তা অজানা ছিলনা বেকহ্যামের। মেসিকে পেতে তাই সর্বতোভাবে ঝাঁপিয়ে ছিলেন তিনি। তার সাথে মেসির যোগাযোগ ও ছিল বেশ কয়েক মাস ধরেই। তাই মেসির মায়ামিতে সই বেকহ্যামের পরিশ্রম ও পারফেক্ট কূটনৈতিক বিশ্লেষণ এর ফলাফল বললে ভুল হবেনা। সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি তার নতুন ইনিংস কোথায় শুরু করেন সেটা শুধু একজন সময়ের অপেক্ষা।