ইরানের ছায়া আফগানিস্তানেও! স্কুলপড়ুয়াদের বিষ খাইয়ে হত্যার চেষ্টা হল আফগনিস্তানে
চলতি বছরের দুইদেশে ঘটে গেলো একই ঘটনা। পর পর দুদিন উত্তর আফগানিস্তানের দুটি স্কুলের ছাত্রীরা হলো অসুস্থ। জানা গেছে, স্কুলপড়ুয়াদের বিষ খাইয়ে হত্যার চেষ্টা তালিবানে।গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৮০ জন ছাত্রী।এই বছরের শুরুতেই ইরানের স্কুলে একইভাবে ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছিল বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী,গত শনিবার ও রবিবার অসুস্থ হয়ে পড়ে দুটি প্রাথমিক স্কুলের ছাত্রীরা। খুব কাছাকাছি অবস্থিত এই স্কুল দু’টি, তাই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভরতি করা হয় দুই স্কুলের ছাত্রীদের। মোট ৮০ জনকে ভর্তি করা হয় বলে জানা যায়,সাথে সাথে চিকিৎসা শুরু করে দিয়েছিল বলে সেরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। অনুমান করা হচ্ছে তৃতীয় পক্ষের ব্যক্তিগত শত্রুতার জন্যই এই ঘটনা সৃষ্টি হয়। সাথে সাথেই তদন্ত শুরু করা হয়। খুব তাড়াতাড়ি কালপ্রিটকে ধরবে প্রশাসন।
২০২১ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের নারীশিক্ষায় কোপ বসায় তালিবান। নিষেধাজ্ঞাও জারি করে মেয়েদের পড়াশুনোর স্কুল কলেজের ক্ষেত্রে।ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারে আফগানি মেয়েরা। এবার সেই পথটাও বন্ধ করতেই বিষ প্রয়োগ করা হচ্ছে বলেই অনুমান। এরকম ছাত্রীদের উপর হামলার অভিযোগ এই প্রথম আফগানিস্তনে।
এরকম অনুমানের কারণ, বিগত অনেকদিন ধরেই এরম ধরণের ঘটনা ঘটছে আফগানিস্তানে। প্রথমে দিন দিন থেকে মাস একই ঘটনা ঘটছে।প্রতি জায়গা থেকেই শ’খানেক ছাত্রী অসুস্থ হচ্ছে বলে জানা যাচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রীর ধারনা অনুযায়ী, এরম ঘটনা শুধু মাত্র পড়াশোনা বন্ধ করার জন্যই করা হচ্ছে।বলা হচ্ছে কম ক্ষতিকর ওষুধ দিয়ে ভয় দেখানো হচ্ছে এদের।মেয়েদের পড়াশুনো না করানোর জন্য এরম পদক্ষেপ