এই প্রথম বিশ্বে সুইজারল্যান্ডে ইলেকট্রিক গাড়ি নিষিদ্ধ হলো।যেখানে একদিকে বিশ্ববাসী দূষণ কমাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত গাড়ির সংখ্যা কমাতে চাইছে সেখানে হঠাৎ কেন এই দেশটি ইলেকট্রিক চালিত গাড়ির বন্ধের নির্দেশ দিল।
সুইজারল্যান্ড শীত প্রবন দেশ সেহেতু মারাত্মক ঠান্ডার কবলে পড়ে এই দেশটি। জল বিদ্যুতের ওপর নির্ভরশীল এই দেশটি দেশের প্রায় অধিকাংশ(৬০%) বিদ্যুতের চাহিদা এই জলবিদ্যুৎ এর মাধ্যমে পূর্ণ হয়। তাই শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনে সংকট দেখা দিয়েছে। যেহেতু ইলেকট্রিক গাড়িতে চার্জ দিতে অনেক সময় লাগে সাথে শক্তি ও ক্ষয় হয় তাই সব দিক থেকে সুইজারল্যান্ডের প্রশাসন ইলেকট্রিক চালিত গাড়ি বন্ধের উপর জোর দিয়েছেন।
রাশিয়া ও ইউক্রেনে সামরিক সংঘর্ষের কারণে জীবাশ্মের দাম ক্রমাগত বেড়েই চলেছে।তার সাথে বেড়ে চলেছে সুইজারল্যান্ডে বিদ্যুতের অভাব।তার জন্য সরকারকে দেশের সমস্ত ইলেকট্রিক গাড়ি বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। শুধু মাত্র ইলেকট্রিক গাড়ি নয় সরকার দেশে এক্সেলেটরি ব্যবহার, থিয়েটার ও খেলাধুলার ক্ষেত্রে ব্যবহৃত ইলেকট্রিক এর ব্যবহার কমাতে চাইছেন।মনে করা হচ্ছে তৃতীয় ধাপে পৌঁছে গেছে সুইজারল্যান্ডের শক্তি সংকট।