সাফল্যের পথে গিয়েও যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশেই ভেঙ্গে পরল জিএসএলভি এফ১০। তার নির্দিষ্ট পথ থেকে উপগ্রহটি সরে যায় বলে টুইট করে জানালেন ইসরোর কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, ১২ ই আগস্ট ভোর ৫ টা ৪৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি-কে। প্রথম দুটি ধাপ ঠিক থাকার পরই ইঞ্জিনের গোলযোগ সৃষ্টি হওয়ায় উপগ্রহটি নিজস্ব লক্ষ্য থেকে চ্যুত হয়।
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ (ঝড়, বন্যা, সুনামি), সাইকেল সাইক্লোন পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে উপকূলবর্তী অঞ্চলে পর্যন্ত বহু মানুষের প্রাণকে সংশয় করে তুলেছে। এই জলবায়ুর বদলের প্রভাব কতটা ক্ষতি করতে পারে বা তার প্রভাব কতটা হবে তার পূর্বাভাস দিয়ে সর্তকতা জারি করার উদ্দেশ্য নিয়েই এই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা করেছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তার সফল হতে গিয়েও বাধাপ্রাপ্ত হল।
এই ব্যর্থতা পরবর্তী কর্মসূচির ওপর প্রভাব ফেলতে পারে কিন্তু ইসরোর কর্তৃপক্ষদের মতে এই উপগ্রহটি পর্যবেক্ষণ করে পুনরায় তার লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন।