2023-07-03t193538z_357770078_up1ej731ifck1_rtrmadp_3_tennis-wimbledon-sixteen_nine

Sky Sports

উইম্বলডনে স্বপ্নভঙ্গ ভিনাস উইলিয়ামসের , তবে এটাই কি তার শেষ ম্যাচ ?

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

উইম্বলডনে মেয়েদের সিঙ্গেলস-এর প্রথম ম্যাচেই বড়ো ধাক্কা খেলেন ভিনাস উইলিয়ামস । ইউক্রেনের সোয়াইতোলিনার কাছে স্ট্রেট সেটেই হেরে যান বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ।

একটি প্রেস কনফারেন্সে উইম্বলডন শুরুর আগের দিন ভিনাস জানান , ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে চান । চোট থাকার কারণে হাঁটুতে স্ট্রাপিং নিয়ে খেলতে নামেন তিনি । তৃতীয় গেমের সময় কোর্টে পড়ে যান তিনি । পেশিতে গুরুতর টান ধরার ফলে হয়তো ২৪ তম উইম্বলডনের প্রথম দিনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন তাই নয় হয়তো তার শেষ ম্যাচ খেলে ফেললেন ভিনাস ।

চোট নিয়েও খেলা চালিয়ে যান ভিনাস । প্রথম রাউন্ডে প্রতিপক্ষ সোয়াইতোলিনার কাছে ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়েন ভিনাস । দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে খেলায় ফেরার চেষ্টা করলেও ভিনাসকে যথাক্রমে ৬-৪ ও ৬-৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যান বিশ্বের ২৮ নম্বর সোয়াইতোলিনা ।

সোমবার ভিনাসের এই পরিস্থিতি দেখার পর তিনি কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন সেই নিয়ে দর্শক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে । বিশেষজ্ঞদের মতে , হয়তো উইম্বলডনে শেষ ম্যাচটি খেলে ফেললেন ভিনাস । ২০০০ সালে প্রথম বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন ভিনাস। এর পর ২০০১, ২০০৫, ২০০৭ এবং ২০০৮ সালে সিঙ্গলসে জিতেছিলেন তিনি।

আমেরিকার আরেক প্রতিযোগী গফ হেরে যান সোফিয়া কেনিনের বিরুদ্ধে । প্রথম থেকেই আগ্রাসী খেলা শুরু করার জন্য কেনিনের বিরুদ্ধে অজস্র ভুল করতে থাকেন ১৯ বছরের গফ । কেনিন সেই সুযোগের সদব্যবহার করেন এবং প্রথম সেটে মুহূর্তের মধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে যান তিনি। দর্শকও তাঁর জন্য গলা ফাটাতে শুরু করে। সেই লিড ধরে রেখে ৬-৩ সেটে ম্যাচ জিতে নেন কেনিন। আমেরিকার দুই প্রতিযোগীর লড়াইয়ে হতাশ আমেরিকাবাসী।

 

 

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request