অনলাইন প্ল্যাটফর্মে বহু চাপ পড়লে সার্ভারে সমস্যা দেখা যায়। তাই এই বছর উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চমাধ্যমিক এর জন্য একাদশ শ্রেণির ছাত্র – ছাত্রীদের অনলাইনে নাম নথিভুক্ত করার জন্য সময়ে ও এলাকা ভাগ করে দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে সার্ভার গণ্ডগোলের সুযোগ আর নেই বললেই চলে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছে বেশকিছু শিক্ষক ও শিক্ষক সংগঠোঁন।
বৃহস্পতিবার সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান কলকাতার সকাল স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা নিজেদের নাম নথিভুক্ত করবে বেলা 3 টে থেকে রাতে 12 টা পর্যন্ত অন্যদিকে উত্তরবঙ্গ, মেদিনীপুর, বর্ধমানের স্কুল গুলির আঞ্চলিক অফিসের অধিনায়ক শিক্ষার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করবে রাতে 12 টা থেকে পরেরদিন বেলা 3 টে পর্যন্ত। এইভাবে নাম নথিভুক্তর সময়ে কে ভাগ করে দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
রাজ্যের শিক্ষকরা প্রতিবাদ জানিয়ে বলেন – স্কুলের নির্দিষ্ট সময়ে বাদে কেনো বাড়তি সময়ে নিয়ে কাজ করতে হবে তাদের। এছাড়াও তাদের প্রশ্ন হল রাতে 12 টার সময়ে কাজ করতে বলা কতটা যুক্তিযুক্ত । এত প্রশ্নের মুখোমুখি হয়ে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন রাত 12 টায় কাজ করতে বলা হয়নি, রাত 12 তা থেকে দুপুর 3 টের মধ্যে কোনো একটা সময়ে কাজ করার কথা বলা হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিক 28 শে সেপ্টেম্বর বদলে 17ই অক্টোবর করা হয়েছে । তবে লেট ফাইন বা জরিমানা দিয়ে 28 শে অক্টোবর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে ।