Screenshot 20221207 194324 Chrome

bangla.hindustantimes.com

উদ্বেগের মধ্যে মার্কিন ভর্তুকি : ইইউ-এর সঙ্গে আলোচনায় আশাবাদী আমেরিকা

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

জলবায়ু পরিবর্তন এবং মুদ্রাস্ফীতি মোকাবিলা করার পরিকল্পনা আমেরিকান কোম্পানিগুলির জন্য আসন্ন বিপুল মার্কিন ভর্তুকি সমগ্র ইউরোপে এক উদ্বেগের সৃষ্টি করেছে । ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়ন তা ভারসাম্যহীন এবং প্রতিযোগিতা বিরোধী বলে মনে করছে । এই পরিস্থিতি মোকাবিলায় গত সোমবার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ইইউ এবং আমেরিকার যৌথ উদ্যোগে একটি বৈঠক হয় , তাতে এই উত্তেজনার কোনো সুরাহা না হলেও তা ,একটি গতি পাচ্ছে বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র ।

বৈঠকের সহ-সভাপতি ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংক্যান । উদ্বেগের বিষয়গুলি অবগত হওয়ার সাথে সাথেই যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায় তাই জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই পরিস্থিতি মোকাবিলায় এবং ইইউ-এর সুবিধার্থে একটি টাস্ক ফোর্স গঠন করেন । সূত্র অনুযায়ী ইইউ এর মতে , আসন্ন মার্কিন ভর্তুকি ব্রাসেলসের আশঙ্কার কারণ তার মোকাবিলায় আলোচনা আরো জোরদার করা হবে । ওয়াশিংটনের মুদ্রাস্ফীতি হ্রাস আইন (IRA) সমগ্র ইউরোপের বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলিকে অসুবিধার মধ্যে ফেলতে পারে এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। জলবায়ু পরিবর্তন এবং মুদ্রাস্ফীতি মোকাবেলায় ৩৭০ বিলিয়ন ডলার এই খাতে বরাদ্দের জন্য আমেরিকার তরফে ধার্য করা হয় তার ফলে বিভিন্ন আমেরিকান পণ্য কেনার জন্য ট্যাক্স উদার করা হয় , যাতে মেক্সিকো ও কানাডার মত দেশগুলি যারা মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ , তারা এই ভর্তুকির মাধ্যমে উপকৃত হলেও বাকি দেশগুলি সমস্যায় পড়তে পারে।

ইইউ এর উদ্বেগ স্বীকার করে তার গঠনমূলক সমাধানের প্রতিশ্রুতি দেয় আমেরিকা । আলোচনার শেষে একটি যৌথ বিবৃতি দু-পক্ষের কাছে থেকেই মেলে । বিবৃতিতে বলা হয় , আলোচনার মাধ্যমে সুরাহা না হলেও এই সমস্যার প্রাথমিক অগ্রগতি হয়েছে । একটি টুইটে ইইউ-এর বাণিজ্যিক কমিশনার ভালদিস ডমব্রোভস্কিস লিখেছেন তার প্রতিনিধি দল কিছুটা আশাবাদী হয়ে বৈঠক শেষ করেছে এবং যা ভবিষ্যতে আশার আলো দেখাচ্ছে ।

 

 

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request