সম্প্রতি এশিয়া কাপ বিজয়ী দেশ শ্রীলঙ্কা, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পরাজিত হল নামিবিয়ার কাছে। অসাধারন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর মাধ্যমে ৫৫ রানে হারালো নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচেই নজির কাড়ল নামিবিয়া।
টসে জিতে শ্রীলঙ্কা ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। তবে ম্যাচের প্রথম দিকেই ৩৫ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়েছিল নামিবিয়া। ম্যাচের হাল ধরেন নামিবিয়ার অলরাউন্ডার জ্যান ফ্রাইলিঙ্ক এবং জোনাথন স্মিট। শেষ সময়ে ফ্রাইলিঙ্ক ২৮ বলে ৪৪ রান ও স্মিট ১৬ বলে ৩১ রান করে শেষ বেলায় দ্রুত রান তোলেন। মোট ১৬৩ রান তোলে নামিবিয়া।
১৬৪ রানই এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে নাজেহাল করে দিয়েছে। তবে শ্রীলঙ্কার অধিনায়কও আশানুরূপ রান করতে পারেনি। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা মাত্র ২৯ রান করেই আউট হয়ে যান। নামিবিয়ার প্রায় সমস্ত বোলাররাই নিজস্ব অবদান রেখেছেন এই জয়ে। নামিবিয়ার হয়ে বেন শিকঙ্গো, বার্নার্ড শোল্টজ, জ্যান ফ্রাইলিঙ্ক এবং ডেভিড উইজ দুটি করে উইকেট নেন এবং স্মিট একটি উইকেট নেন। ১৯ ওভারেই মাত্র ১০৮ রানে অলআউট করতে সক্ষম হয় নামিবিয়া।
২০২১ সালে সংযুক্ত আরবের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নামিবিয়া টীমের অভিষেক ঘটেছিল, সেখানে সুপার ১২ পর্বেও উঠেছিল এবং এমনকি সেখানে একটি জয়ও পেয়েছিল। তারপর নামিবিয়ার এই জয় টীমকে অনেক বেশি আত্মবিশ্বাসের যোগান দিয়েছে। ১৬৪ রানের লক্ষ্যকেও অনেক বেশি কঠিন করে তুলতে সক্ষম হতে পেরেছে নামিবিয়া। ৪৪ রান ও ২ টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ২৮ বছরের অলরাউন্ডার জ্যান ফ্রাইলিঙ্ক।