শনিবার,২ রা এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সূত্রের খবর, আসানসোলের লোকসভা এবং বালিগঞ্জের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ৬ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিল মোট ১০ দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যেসব এলাকায় উপনির্বাচন নেই সেখানের স্কুল গুলোতে সাধারণ ক্লাস চলবে।
করোনা অতিমারির নিরিখে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র – ছাত্রীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে। এই কারণে বিভিন্ন স্কুল গুলোতে সংসদ নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকের ভূমিকা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে । বিভিন্ন স্কুলের শিক্ষকরা মনে করছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মধ্যেই দীর্ঘ ১০ দিনের ছুটি থাকায় ছাত্র – ছাত্রীরা তাদের প্রস্তুতির জন্য মূল্যবান সময় পেয়ে যাচ্ছে। সংসদ পরীক্ষা সংক্রান্ত যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর দিয়েছে। সেটি হল- ০৩৩২৩৩৭০৭৯২ ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বছরের পরীক্ষার জন্য বেশ কিছু নির্দেশ জারি করেছে। সংসদ জানিয়েছে , উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে কোনো শিক্ষক বা শিক্ষা কর্মী মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে আসতে পারবে না। যদি কেউ ভুল করে মোবাইল ফোন নিয়ে আসেন তাহলে তার ফোন কেন্দ্রের সুপারভাইজারের কাছে জমা দিতে হবে। এছাড়া প্রশ্ন পত্র খোলার সময় সামনে থাকবে বিশেষ পর্যবেক্ষক এবং শুধুমাত্র তার কাছে মোবাইল ফোন থাকবে।