অবশেষে রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ে বদল হল উপাচার্য। রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে পেল নতুন উপাচার্য। রবীন্দ্রভারতীর উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন দর্শনের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী।
আগামী তিন মাসের জন্য তাঁকে উপাচার্য পদের দায়িত্ব দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতদিন বিশ্ববিদ্যালয় উপাচার্য ছিলেন শিবাজী প্রতিম বসু। তিনি ইস্তফা দেওয়ার পরই অস্থায়ী উপাচার্য পদে বসানো হয়েছে পবিত্র কুমার চক্রবর্তীকে। বৃহস্পতিবার বিকাশ ভবন থেকে এই মর্মে সম্মতি জানিয়ে ফাইলে সই করে বিকাশ ভবনে পাঠিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরই নয়া উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিকাশ ভবন।
অন্যদিকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন কাজল দে। সোমা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তিনি আসছেন এই বিশ্ববিদ্যালয়ে।